জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো?

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো? এই সম্পর্কে জানতে গুগল সার্চ কারীর সংখ্যা দিনে দিনে বেরেই ছলেছে। অর্থাৎ নিজ জমি না থাকলেও যে বাড়ি বানানোর পদ্দতি লোকেরা জানতে চান। বিষয়টিতে বাড়তে থাকা গুগল সার্চের কারণে আজ এই পোস্ট লিখতে বসা। মানুষের থাকার বাড়ি মানে হচ্ছে একটুকু স্থায়ী আবাস। 

মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে বাসস্থান। অন্ন-বস্ত্রের পরপরই রয়েছে বাসস্থানের প্রয়োজনীয়তা। তাই যতই দিন যাচ্ছে মানুষ নিজের স্থায়ী বাড়ি বানানোর ব্যাপারে সে চিন্তাশীল হচ্ছেন।

এই কারণে হয়তোবা জমিনা কিনে বাড়ি বানানোর সম্পর্কে লোকেদের গুগলের জানতে চাওয়া। এছাড়াও বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার মানুষ ভূমিহীন হচ্ছে, নদী ভাঙ্গন সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেও লোকেরা নিজের পৈত্রিক সম্পত্তি হারাচ্ছেন। চলুন দেখে নেই আপনাদের প্রশ্ন জমি না কিনে বাড়ি বাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত। 

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো বা বানানো যায় কি? 

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো
জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো

বাংলাদেশে বসবাস করে আপনি যদি মনে করেন যে জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো বা আমার কোনো জমি নেই আমি কি বাড়ি বানাতে পারবো।

আপনার এমন প্রশ্নের উত্তরে জবাব হচ্ছে হ্যাঁ, আপনি জমি না কিনেও বাড়ি বানাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে বাংলাদেশ সরকারের কিছু নিয়ম-নীতি মানতে হবে।

মন মানসিকতা ভালো রাখার উপায় কি?

জমি না কিনে বাড়ি বানানোর প্রথম শর্ত হচ্ছে আপনাকে ভূমিহীন হতে হবে। কেননা বাংলাদেশ সরকার ভূমিহীনদের সহায়তা করতে একটি একটি প্রকল্প হাতে নিয়েছে। যে প্রকল্পের আওতায় সরকার নানা কারণে ভূমিহীন হওয়া লোকদেরকে খাস জমি প্রদান করবে এবং ঐ ভূমিতে তারা বাড়ি বানাতে পারবে। 

যে ধরনের ভূমিহীন মানুষ সরকারের কাছে জমির জন্য আবেদন করতে পারবেন- 

  • যার নিজ বসত বাড়ি বা কৃষিজমি কোনটাই নেই (সেটা যে কোন কারনেই হতে পারে)।
  • পরিবারের আয়ের উৎস কৃষি অর্থাৎ আপনার পরিবারটি কৃষি নির্ভর হতে হবে। 
  • ১০ শতাংশ বসতবাড়ি আছে, কিন্তু যদি কোনো কৃষি জমি না থাকে তবে।

উপরে উল্লেখিত কারণগুলো যদি আপনার সাথে মিলে যায়, তবে আপনি সরকারি খাসজমি পেতে পারেন। তবে এজন্য আপনার নিজ এলাকায় পর্যাপ্ত পরিমাণ সরকারি খাস জমি থাকতে হবে, অন্যথায় জমি না কিনে বাড়ি বানানো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। 

মূলত পরিত্যক্ত সরকারি খাস জমিতে ভূমিহীন ব্যক্তিদের জন্য সরকার বাড়ি বানানোর জন্য অনুমতি দিয়ে থাকেন। 

তবে এখানেও উপজেলা নির্বাহি অফিসার অগ্রাধিকার ভিত্তিতে খাসজমি প্রদান করে থাকবেন আগ্রহী ভূমিহীন ব্যক্তিদের। 

আপনি জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো প্রশ্ন এভাবে মিলাতে পারেন।

খাস জমি পাওয়ার অগ্রাধিকার যারা পাবেন 

ঘনবসতিপূর্ণ বাংলাদেশ খাস জমির পরিমাণ খুবই কম। তাই আগ্রহী সকল প্রার্থীকে সরকারের পক্ষ থেকে খাস জমি দেওয়া সম্ভব নয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা যাচাই-বাছাই শেষে অগ্রাধিকার ভিত্তিতে সঠিক ব্যক্তি বা তার পরিবারকে সরকারি খাসজমি প্রদান করার বিধান রয়েছে। 

  1. কৃষি জমিহীন ও বাস্তুভিটা জমিহীন পরিবার
  2. নদী ভাঙ্গনে বাড়িঘর চলে যাওয়া পরিবার
  3. দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার
  4. বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলা

প্রিয় পাঠক জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো এই সম্পর্কিত বাধ্যবাধকতা বা নীতিমালাগুলো আপনি পড়েছেন বলে মনে হয় আমার কাছে। 

এখন যদি আপনার মনে হয় যে আপনি ভূমিহীনদের এই তালিকায় রয়েছেন, তবে আপনি বাংলাদেশ সরকারের কাছে খাস জমির জন্য আপনার উপজেলা অফিসারের কাছে দরখাস্ত করতে পারেন এবং জমি কিনে বাড়ি বানানোর কার্যক্রম শুরু করে দিতে পারেন। 

এপ্লাই করতে এখানে ক্লিক করুন

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো?

জমি না কিনে কিভাবে বাড়ি বানতে আপনাকে ভূমীহীন হতে হবে এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বিধি-বিধান আপনার সাথে মিলেই তবে তা সম্ভব।

উপসংহার,

আশা করি আপনি জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো আপনার এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন।

এই বিষয়ে আপনার যদি কোনো তথ্য জানা থাকে তবে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। কেননা আমরা সর্বদাই চেষ্টা করি ভিজিটরদের দেয়া তথ্য গুলো ওয়েবসাইটে আপডেট করতে, ব্লগ কে আরও বেশি গ্রাহকবান্ধব বানাতে আপনাদের গুরুত্ব অনেক। 

Perkinil কি কাজে ব্যবহার হয়? 

এই ওয়েবসাইটটিতে আমরা রেগুলার চেষ্টা করে থাকি আপনাদের ভিজিটরদের সঠিক তথ্য প্রদানের জন্য।

ইন্টারনেট থেকে সঠিক সময়ে সঠিক তথ্য আরোহণে আপনি নিয়মিত ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট।

এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ।

Leave a Comment