বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের জানাবো। দেশে প্রথম মোবাইল মোবাইল ব্যাংকিং আর্থিক সেবা (এমএফএস) চালু হয় ২০১১ সালে। বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান এ সেবা দিচ্ছে। প্রথম দিকে বিকাশ এটিএম ক্যাশ আউট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা দাতা তাদের এটিএম সেবা চালু করেনি।
এখন বিকাশ, রকেট, ওকে ও উপায় সহ মোট চারটি মোবাইল ব্যাংকিংয়ের টাকা এটিএম ক্যাশ আউট সুবিধা দিচ্ছে।
এ জন্য গ্রাহককে কোন ধরণের এটিএম কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন নেই। শুধু মোবাইল ফোন নিয়ে টিএম বুথে গেলেই নিজ মোবাইল ব্যাংকিং হিসাবের টাকা উত্তোলন করা যাবে।
- আরও পড়ুনঃ গেম খেলে টাকা আয় বিকাশে
তবে বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে এখনো অনেকের মনে নানা প্রশ্ন রয়েছে। কিভাবে ক্যাশ আউট বা টাকা উত্তোলন করতে তাদের বিকাশ ক্যাশ আউট চার্জ কম পড়বে তা জানতে চান।
Table of Contents
বিকাশ থেকে টাকা তোলার নিয়ম
বন্ধুরা বিকাশে টাকা উত্তোলন করার ৩ টি পদ্দতি প্রচলিত রয়েছে।
- বিকাশ থেকে ক্যাশ আউট
- ⇒ বিকাশ এটিএম ক্যাশ আউট
বিকাশ ক্যাশ আউট পদ্দতিতে টাকা উত্তোলন
বন্ধুরা বিকাশ বর্তমানে ২ ধরণের ক্যাশ আউট পদ্দতি সাপোর্ট করে থাকে-
- একটি হচ্ছে বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট
- আরেকটি হচ্ছে বিকাশ এটিএম ক্যাশ আউট
তবে উভয় পদ্দতি ব্যাবহার করে আপনি আপনার টাকা উত্তোলন করা সম্ভম হলে চার্জ ভিন্ন ভিন্ন।
তাই আপনাকে জানা জরুরী কিভাবে বিকাশ আপনার কাছ থেকে কত টাকা চার্জ করে থাকে।
এই পোস্টে আপনারা উভয় পদ্দতি এবং চার্জ সম্পর্কে জানতে পারবেন।
বিকাশ ক্যাশ আউট চার্জ কত ২০২২
বিকাশ থেকে ক্যাশ আউট পদ্দতি | প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ |
*২৪৭# ডায়াল | ১৮.৫০ পয়সা |
বিকাশ অ্যাপ | ১৭.৫০ পয়সা |
এটিএম বুথ | ১৪.৯০ পয়সা |
বন্ধুরা বিকাশ ক্যাশ আউট চার্জেও ভিন্নতা রয়েছে-
বিকাশ ম্যানুয়ালি *২৪৭# ( USSD CODE ) ব্যাবহার করে চার্জ এক রকম এবং বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ ভিন্ন।
তবে উভয় পদ্দতিতে বিকাশ চার্জ পার্থক্য এখন মাত্র হাজারে ১ টাকা।
অর্থাৎ ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করে ক্যাশ আউট না করে আপনি বিকাশ অ্যাপ থেকে ১০,০০০ টাকা ক্যাশ আউট করলে আপনার ১০ টাকা বাছবে।
*২৪৭# থেকে বিকাশ ক্যাশ আউট চার্জ
বন্ধুরা ম্যানুয়ালি *২৪৭# ডায়াল করে আপনি বিকাশ থেকে টাকা আউট করলে প্রতি হাজারে ১৮.৫০ টাকা করে চার্জ হবে।
অর্থাৎ আপনি বাটন মোবাইল থেকে ১০,০০০ টাকা ক্যাশ আউট করলে ১৮.৫০% হারে ১৮৫ টাকা চার্জ হবে।
আশা করি আপনি বিকাশ থেকে টাকা তোলার নিয়ম এর প্রাথমিক পদ্দতি সম্পর্কে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ
বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ
বন্ধুরা বর্তমানে বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সমূহের মধ্যে সব থেকে বেশি ব্যাবহার জয় বিকশ অ্যাপ থেকে ক্যাশ আউট পদ্দতি।
এই পদ্দতি বিকাশ থেকে টাকা তুলতে আপনার হাজারে ১৭.৫০% হারে খরচ হবে এইখেত্রে আপনার হাজারে ১৭ টাকা ৫০ পয়সা খরচ হবে।
বিকাশ অ্যাপ সম্পর্কে প্রছারনা করতে বিকাশ এক সময় ১৫ টাকা হাজারে ক্যাশ আউট চার্জ দিয়ে থাকেও এখন তা চলমান নাই।
বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ
মোবাইল ব্যাংকিং সেবা ওকে প্রথম এটিএম বুথ থেকে টাকা উত্তোলন পদ্দতি চালু করে।
তবে বাংলাদেশে এটিএম বুথ থেকে টাকা ক্যাশ আউট পদ্দতিকে অনেকটা গ্রাহক বান্ধব করেছে রকেট।
তবে বিকাশ থেকে এটিএম ক্যাশ আউট পদ্দতি পূর্বেও ছিল এখনো আছে। পূর্বে ম্যানুয়ালি ও অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ বেশি ছিল। চার্জ প্রতি হাজারে ২০ টাকা থাকায় অনেকে তা পছন্দ করেন না।
প্রথমত ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে বিকাশ গ্রাহকেরা ক্যাশ আউট করতে পারলেও বর্তমানে দেশের ৮ ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারছেন বিকাশ গ্রাহক।
তবে বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা করা হয়েছে। তাই এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন না করে এটিএম থেকে ক্যাশ আউট করুন।
আরও পড়ুনঃ
বিকাশ থেকে টাকা তোলার নিয়ম কি?
বিকাশ থেকে টাকা তোলার নিয়ম হচ্ছে দুটি একটি হচ্ছে একটি হচ্ছে ক্যাশ আউট অন্যটি হচ্ছে সেন্ড মানি।
উপসংহার,
আশা করি আপনি বিকাশ থেকে টাকা তোলার নিয়ম এবং বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানতে পেরেছেন। এই সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করুন।
প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।