উপায় বাংলাদেশের একটি নতুন মোবাইল ব্যাংকিং সেবা। তাই সেবাটি ব্যবহার করতে গ্রাহকরা উপায় মোবাইল ব্যাংকিং কোড খুঁজে থাকেন। মূলত গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশের প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবা একটি ইউএসএসডি কোড প্রদান করে থাকে।
মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীদের জন্য এই নির্দিষ্ট ইউএসএসডি কোডই, সেই সেবার কোড অনুসারে গণ্য করা হয়। বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা অনেক পূর্ব থেকে বাংলাদেশে ব্যবহার হয়ে আসলেও উপায় খুব কম লোক ব্যবহার করে বলে এই মোবাইল ব্যাংকিং সেবার ইউএসএসডি কোড সম্পর্কে গ্রাহকের অভিজ্ঞতা খুবই কম।
তাই আপনাদের উপায় মোবাইল ব্যাংকিং কোড সম্পর্কে জানাতে আজকের এই পোস্ট।
উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?
উপায় মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে *২৬৮#। দিনের যেকোনো সময় উপায় সম্পর্কিত যেকোন সেবা গ্রহণ করতে আপনি উপায় কোড *২৬৮# ব্যবহার করুন।
উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড | *২৬৮# |
উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার | ১৬২৬৮ |
উপায় কি?
United Commercial Bank থেকে পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম হচ্ছে উপায়। ইংরেজি শব্দ Upay (ইওপে) শব্দের বাংলা হচ্ছে উপায়।
বর্তমানে মোবাইলের মাধ্যমে এক স্থান থেকে অন্যস্থানে টাকা ট্রান্সফার সহ মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিভিন্ন সেবা সহজে গ্রহণ করা যায় এই উপায় মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে।
উপায় মোবাইল ব্যাংকিং চার্জ বা খরচ
বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পরিচালিত উপায় মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে সবচেয়ে কম (১৪ টাকা) খরচে টাকা উত্তোলন সম্ভব। প্রতি হাজারে 14 টাকা ক্যাশ আউট খরচ হওয়ায় খুবই কম সময়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে উপায় মোবাইল ব্যাংকিং সেবা।
আপনি যদি ইউসিবি ব্যাংক এটিএম থেকে ক্যাশ আউট করতে প্রতি হাজারে মাত্র ৮ টাকা খরচে।
আরও পড়ুনঃ
উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন কত?
ঘরে বসে এবং দ্রুত উপায় সম্পর্কে যেকোনো তথ্য জানতে উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার হচ্ছে ১৬২৬৮।
২৪/৭ উপায় সম্পর্কিত যেকোন সমস্যার সমাধানে আপনি কল করতে পারেন।
অনেকে উপায়ে কল সেন্টার নাম্বার খুঁজে গুগল সার্চ করে থাকেন তাদের সকলের জন্য বলছি উপায় হেল্পলাইন নাম্বার এবং উপায় কল সেন্টার নাম্বার 1 উইক যা হচ্ছে ১৬২৬৮।
মনে রাখবেন উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন থেকে নির্বিঘ্নে এবং দ্রুত সেবা গ্রহণ করতে আপনাকে যে নাম্বার থেকে আপনি উপায় খুলেছেন ঠিক ওই নাম্বার থেকে কল করলে আপনি দ্রুত সেবা পেতে পারেন।
এক্ষেত্রে যদি আপনার উত্তর নাম্বারটি হারিয়ে গিয়ে থাকে তবে অবশ্যই আপনি অন্য উপায়ে থেকে কল করতে পারবেন।
আরও পড়ুনঃ
মন মানসিকতা ভালো রাখার উপায় কি?
উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?
আর্থিক সেবা উপায়ের সেবা গ্রহণ করতে উপায় মোবাইল ব্যাংকিং কোড সেবার ডায়াল কোড হচ্ছে *২৬৮#
উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নম্বর কত?
২৪ ঘণ্টা ৭ দিনের যেকোন সময় সাহায্য পেতে উপায় মোবাইল ব্যাংকিং সেবা হেল্পলাইন নম্বর হচ্ছে ১৬২৬৮।
উপসংহার
আশা করি উপায় মোবাইল ব্যাংকিং কোড সম্পর্কে আপনি জানতে পেরেছেন।
বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করেননা এমন লোকের সংখ্যা বাংলাদেশে অনেক কম।
আপনি যদি উপায় মোবাইল ব্যাংকিং সেবাটি এখনো ব্যাবহার না করে থাকেন, তবে এখনই গুগল প্লেস্টোর থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করুন এবং নিজেই নিজে উপায় মোবাইল ব্যাংকিং সেবা অ্যাকাউন্ট খুলুন।
এই মোবাইল ব্যাংকিং সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানান।
ইন্টারনেট থেকে নিয়মিত সঠিক তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ