Top 10 Small Business Ideas In Bangladesh | নতুন ব্যবসা আইডিয়া

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে একজন শিক্ষিত বেকার যুবকের Small business ideas in Bangladesh সম্পর্কে ধারণা থাকা জরুরী। কেননা যতই দিন যাচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মকে শিক্ষাজীবন শেষে চাকরি খোঁজা এবং পাওয়া ততই কষ্টকর হয়ে যাচ্ছে।

বাংলাদেশ একটি চাকরি বর্তমানে সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে খবর নিলে জানা যায় যে একটি পদে চাকরির জন্য হাজার হাজার চাকরি প্রত্যাশী আবেদন করছে।

তাই বুঝতেই পারছেন বাংলাদেশ চাকরির বাজার খুবই চ্যালেঞ্জিং। যদি আপনি একজন ছাত্র হন এবং জীবনে কিছু করতে চান, তাহলে পড়ালেখার পাশাপাশি আপনাকে small business ideas খুঁজে বের করতে হবে। প্রয়োজনে পড়ালেখা চলাকালীন অবস্থায় এই ব্যবসা গুলো করার চেষ্টা করলে আপনার জন্য আরো ভালো হয়।

চাকরিতে প্রবেশ করার পূর্বে যদি আপনার ব্যবসায়িক ধারণা থাকে তবে আপনি এটাকে সেখানেও কাজে লাগাতে পারেন। এছাড়াও বাংলাদেশের চাকরির নির্ভরতা কমবে যদি তরুণ প্রজন্ম শুরু থেকেই ব্যবসার প্রতি মনোযোগ দেয় তবে দেশ দ্রুত এগিয়ে যাবে।

বর্তমানে বাংলাদেশে হাজার হাজার বিজনেস আইডিয়া চলছে, তার মধ্যে কিছু রয়েছে ছোট পরিসরের ব্যবসা আবার অনেকগুলো রয়েছে বড় পরিসরে ব্যবসা। আপনি যদি একজন শিক্ষানবিস হন এবং স্বল্প পুঁজিতে একটি ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু লাভজনক এবং ছোট ব্যবসার ধারণা অনুসরণ করতে হবে।

এই পোস্টে আমি আপনাদের Top 10 small business ideas in Bangladesh সম্পর্কে ধারনা দেয়ার চেষ্টা করব। এই ব্যবসাগুলো শিক্ষিত বেকার যুবক, ছাত্র এমনকি যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের সকলের জন্য।

Top 10 Small Business Ideas In Bangladesh – ছাত্রদের জন্য সেরা 10 টি ক্ষুদ্র ব্যবসার আইডিয়া

অনলাইনে এবং অফলাইনে করা যায় এমন অনেক ব্যবসা রয়েছে বর্তমানে। বাংলাদেশ যেহেতু এখনো অনলাইন ব্যবসার বেশি প্রসার ঘটেনি তাই এই পোস্টে আমরা অফলাইনে করা যায় এমন দশটি সেরা ক্ষুদ্র ব্যবসার আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।

এজন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে সম্পুর্ন পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে হবে এবং আপনার পছন্দের ক্ষুদ্র (small business ideas in Bangladesh) ব্যবসা এখান থেকে খুঁজে বের করতে হবে।

01# ফ্যাশন হাউস ( Fashion House Business)

আমার করা Small Business Ideas In Bangladesh list 2022 এ প্রথমে স্থান পেয়েছে ফ্যাশন। বাংলাদেশিরা খাবার খাবার ও ফ্যাশনের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। তাই বাংলাদেশে ফ্যাশন শপ (কাপড়ের দোকান) সর্বত্র লক্ষ্যনীয়। প্রত্যেকেই নিজেকে অন্যের থেকে আলাদা দেখাতে বা একটি পার্থক্য তৈরি করতে চায়। সুতরাং, ফ্যাশন চলছে, চলবে এবং হয়তোবা আপনিও স্টেশন থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না।

তাই বাংলাদেশ প্রক্ষাপটে বলা যায় এই মুহুর্তে, ফ্যাশন হাউস একটি খুব স্থিতিশীল এবং লাভজনক ব্যবসা।

ফ্যাশন অনেক বড় একটি ব্যবসায়িক ক্যাটাগরি। আপনার যদি ইচ্ছা থাকে তবে আপনি ফ্যাশনের ক্ষুদ্র একটি ক্যাটাগরি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।

সেই অনুযায়ী আপনাকে পরিকল্পনা সাজাতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।

ধরে নিতে পারি আপনি আপনার স্বল্প পুঁজিতে কাপড়ের দোকানের ব্যবসা শুরু করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে সঠিক স্থান নির্ধারণ করা জরুরী।

যেহেতু বর্তমানে ডিজিটাল যুগে আমরা বসবাস করছি, তাই আপনি চাইলে আপনার ব্যবসার প্রসার অফ্লাইন এর পাশাপাশি অনলাইনেও করতে পারেন।

নিজের অফলাইন কাপড়ের ব্যবসা কে বর্তমানে অনেকেই অনলাইনে নিয়ে গেছেন এবং স্বল্প সময়ের মধ্যে অনেক টাকা আয় করেছে।

আরও পড়ুনঃ

Best Online Jobs For Students In Bangladesh 2023

02# খেলনার দোকান খুলুন (Open a Toy Shop )

আমার দেখা মতে Small Business Ideas In Bangladesh লিস্টে সবচেয়ে কম প্রতিযোগিতামূলক ব্যবসা হচ্ছে খেলনা বিক্রয়ের ব্যবসা।

খুবি সল্প পুঁজিতে আপনি একটি খেলনার দোকান ব্যবসা শুরু করতে পারেন। মনে রখাবেন কালনা দোকান ছাড়াও আপনি খেলনা তরীর কারখানা শুরু করতে পারেন।

কেননা খেলনা তৈরির কারখানা বাংলাদেশে একটি নতুন ব্যবসায়িক ধারণা বলতে পারেন। কেননা বাংলাদেশি কোন খেলনা শিল্প ব্রান্ড নেই বললেই চলে। বাংলাদেশে  শিশুদের খেলনার বেশিরভাগই আসে চীন থেকে আমদানির মাধ্যমে।

তবে খেলনা কারখানা তৈরি আপনি পরবর্তী সময়ে করতে পারেন এজন্য প্রথমে আপনি ক্ষুদ্র টাকা বিনিয়োগ করে খেলনার দোকান খুলতে পারেন।  তবে এজন্য আপনাকে আপনার মূলধন বিবেচনায় দোকান ওয়েল আকার ধারণ করতে হবে।

03# ছাত্রদের জন্য স্টেশনারি দোকান – Stationary Shop for Students

ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এবং অধিক ঘন বসতিপূর্ণ মেগাসিটি ঢাকার জন্য খুবই ভালো ছোট লাভজনক ব্যবসায়িক ধারণা হল ছাত্রদের জন্য একটি স্টেশনারি দোকান ( Stationary Shop Business) ব্যবসা।

তবে করোনাকালীন সময়ে সংকটময় পরিস্থিতি ছিল এই ব্যবসায়। তবে বর্তমান সময়ে সংকটময় পরিস্থিতি কাটিয়ে পুনরায় এই ব্যবসায় বিনিয়োগ উপযোগী হয়ে উঠেছে।

ছাত্রদের জন্য Small Business Ideas In Bangladesh লিস্ট গুলিতে যত ধরনের ব্যবসা রয়েছে তার মধ্যে এটি খুবই ভালো একটি ব্যবসা হচ্ছে স্টেশনারি দোকান।

আপনি এই ব্যবসাটি করার জন্য আপনার ব্যবসার পুঁজি অনুসারে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা বেছে নিতে পারেন।

আরও পড়ুনঃ

অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় কি?

প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী এখন চাঁদপুরে

04# শিশু এবং মায়ের পণ্য ব্যবসা – Baby and Mother’s Product Business

বাংলাদেশ অধিক চাহিদা সম্পন্ন ব্যবসার মধ্যে এটি একটি তবে এক্ষেত্রে আপনাকে উপযুক্ত ব্যবসায়িক স্থান নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। Baby and Mother’s Product Business বছরের সব সময়ই চলমান একটি ব্যবসা।

মা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ব্যবসা কিছুটা সংবেদনশীল অন্যান্য ব্যবসার তুলনায়।  তাই এই ব্যবসাটি করার পূর্বে আপনাকে কিছুটা অধ্যায়ন করে নেয়া জরুরি।

Top 10 Small Business Ideas In Bangladesh আইডিয়ার মধ্যে এই ব্যবসাকে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাজার পরিস্থিতি বিবেচনায় বাজার উপযোগী ব্যবসা দেখানো।

এই পণ্যের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসার মধ্যে বেশ কিছু পণ্য রয়েছে যেগুলোর মেয়াদ খুব কম থাকে। আপনি যদি সঠিক স্থান নির্ধারণ করতে পারেন তবে আপনি এই ব্যবসায় লাভবান হতে পারেন।

আরও পড়ুনঃ

Business Meaning In Bengali

05# ফাস্ট ফুড ব্যবসা – Fast Food Shop Business

আমাদের বাংলাদেশ একটি অধিক ঘনবসতিপূর্ণ দেশ। ঘর থেকে বের হলে আমরা বিভিন্ন ফাস্ট ফুডের দোকান দেখতে পাই। এখন লোকেরা খাবার মেন্যু থেকেই অনেক Small Business Ideas In Bangladesh খুঁজে বের করছে।

উদ্যোক্তারা খুজছে new business ideas in Bangladesh খাবার মেন্যুতে, কেননা ঘনবসতিপূর্ণ বাংলাদেশের সেরা একটি পেশা হতে পারে ফাস্ট ফুডে ব্যবসা।

বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ফাস্ট ফুডে খুবই জনপ্রিয় একটি খাবার। বাংলাদেশের ছাত্র ছাত্রীরা দিনের কোন না কোন সময়ে ফাস্ট ফুড খেয়ে থাকে।

এছাড়াও ফাস্টফুডের ভিন্ন ভিন্ন স্বাদের কারণে সকলেরই আগ্রহ রয়েছে।  আপনি যদি ইতিমধ্যে ডিসিশন নিয়ে থাকেন যে আপনি ফাষ্ট ফুডের ব্যবসা করবেন তবে আপনার জন্য কিছু স্বল্প পুঁজিতে শুরু করা যায় এমন ফাস্টফুড ব্যবসার আইডিয়া এখানে বলে দিচ্ছি।

বার্গার, চিকেন রোল, কফি, চটপটি, হালিম ইত্যাদি সিঙ্গেল প্রোডাক্ট গুলো স্বল্প পুঁজিতে যারা ফাস্ট ফুড ব্যবসা শুরু করতে চান তাদের জন্য উপযোগী।

বলিউড অভিনেত্রী উর্বশী ও নাসিম শাহ্‌ কেন আলোচনায় 

ঢাকা-চট্টগ্রাম এর মত মেগাসিটি গুলোতে বর্তমানে চা বিক্রেতা ও প্রচুর পরিমাণে টাকা আয় করছে। সেখানে একটু বুদ্ধি খাটিয়ে আপনি যদি ফাস্ট ফুডের ব্যবসা করেন তবে তা আপনার জন্য ভবিষ্যতে শীর্ষস্তরের ব্যবসায়ী হওয়ার সুযোগ করে দেবে।

এই Small Business Ideas In Bangladesh কে আপনি পরবর্তীতে বড় আকারেও করতে পারবেন।

তবে এক্ষেত্রে আপনাকে ভাল স্বাদ এবং পরিষেবা দেয়ার প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে, তবেই আপনি এই ব্যবসায়িক ধারণায় সফল হতে পারেন।

06# কসমেটিক শপ – Cosmetic Shop for Girls

কসমেটিক সৌন্দর্য বৃদ্ধির জন্য অপরিহার্য একটি পণ্য। বর্তমানে ছেলে এবং মেয়ে উভয়েই কসমেটিক ব্যবহার করেন।

তবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কসমেটিক জাতীয় প্রসাধনী পণ্যের ব্যবহার বেশি লক্ষণীয়। প্রতিটি মেয়ের কোনো না কোনো ধরনের প্রসাধনী পণ্যে বিশেষ আগ্রহ থাকে।

তবে small business ideas in bangladesh list 2022 তে এই ব্যবসা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য উপযোগী। তবে এই ব্যবসা গুলো ব্যবসাতে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকায় আপনি আপনার পছন্দের ক্যাটাগরির টি সিলেক্ট করতে পারেন।

ঘনবসতিপূর্ণ মেগাসিটি ঢাকায় আপনি যদি যেকোনো মহল্লায় একটি কসমেটিক প্রসাধনীর ব্যবসা শুরু করেন তবে খুব অল্প সময়ে সঠিক পণ্যটি তাদের পৌঁছে দেয়ার মাধ্যমে সুনাম অর্জন করতে পারবেন।

তবে এই ব্যবসা করার পূর্বে আপনাকে কিছুটা হলেও এই ব্যবসা সম্পর্কে ধারণা নেয়া জরুরী এবং সেই সাথে আপনার ব্যবহার ভালো হওয়া জরুরী।

মা ও বেবি প্রোডাক্ট এর মত এই ব্যবসায় ও কিছু সংবেদনশীল পণ্য রয়েছে যেগুলো সম্পর্কে আপনার ভাল ধারণা রাখতে হবে তবেই আপনি ব্যবসায় কম সময়ে লাভবান হতে পারবেন।

07# কফি শপ ব্যবসা – Coffee Shop Business

কফিশপ ব্যবসাটি ফাস্টফুড ব্যবসার অন্তর্ভুক্ত হলেও বর্তমানে বাংলাদেশের মেগাসিটি গুলোতে এই ব্যবসার ব্যাপক প্রসার লক্ষণীয়।

চা এর পাশাপাশি কফি ও বাংলাদেশ ব্যাপক জনপ্রিয় একটি পানীয়। আপনি চাইলে Small Business Ideas In Bangladesh লিস্ট থেকে এই ব্যবসাটি খুবি কম সময়ের মধ্যে করতে পারেন।

তবে এখনো বাংলাদেশের খুব কম কফিশপ রয়েছে।  আপনি যদি কফিশপ ব্যবসার ধারনা গুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই খুব কম সময়ে পরিচিতি এবং অর্থ আয় করতে পারবেন।

তবে এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অবস্থানটি নিখুঁতভাবে নির্ধারণ করা খুবই জরুরী।  কেন না আপনি আপনার পণ্যটি সঠিক গ্রাহক পর্যন্ত পৌছাতে না পারলে ব্যবসায় আপনি অসফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

08# আইসক্রিম ব্যবসা – Ice-Cream Shop Business

বাংলাদেশের অনেকে মনে করেন আইসক্রিম ব্যবসা একটি মৌসুমি ব্যবসা,  মূলত বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট এমনটা নয়।

বর্তমানে আপনি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা বেছে নিতে পারেন আইসক্রিম ব্যবসার জন্য। সেইসাথে মনে রাখবেন সারা বছরই এই ব্যবসাটি বর্তমানে চলে। তবে সময় বেঁধে পণ্যের সেলসে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়।

আপনি আইসক্রিম ব্যবসাটি শুরু করলেই বুঝা যাবেন কোন আইসক্রিম কোন সময় বেশি বিক্রি হয় অথবা আপনি অভিজ্ঞদের কাছ থেকে বা আইসক্রিম পাইকারদের কাছ থেকেও ধারণা নিতে পারেন।

গ্রীস্ম ও বর্ষা ও শীতের মত মৌসুমেও এই ব্যবসা থেকে সহজেই লাভ করা যায়।

09# ফটোগ্রাফি ব্যবসা – Photography Business

দেখুন অনেকেই বিভিন্ন ব্যবসাকে ছোট করে দেখেন। আজ এই পোষ্টের মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই যে কোনো ব্যবসাই ছোট নয়।

আরও পড়ুনঃ

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এই কথার অর্থ কি?

Small Business Ideas In Bangladesh লিস্টে এই ব্যবসাকে রাখা যায়।

যদি আপনি ফটো তুলতে বা ফটোগ্রাফি করতে আগ্রহী হন, তবে আপনি ফটোগ্রাফির ব্যবসা শুরু করে দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে।

এজন্য খুব কষ্ট করতে হবেনা। একটি ছবি তুলে কিভাবে সেটিতে কাজ করতে হয় এই বিষয়ে ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে।

তাই দ্রুত ক্ষুদ্র ব্যবসা করে সফল হতে, আপনি এই ধরণের ব্যবসা বেছে নিতে পারেন। আপনি সহজেই এই ব্যবসায় আপনার ক্যারিয়ার সফল করতে পারবেন বলে আমি মনে করি,  তবে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং গ্রাহকদেরকে ভালো কাজ দিতে হবে।

10# মোবাইল মেরামত ব্যবসা – Mobile Sales Repair Business

মোবাইল বিক্রয় ব্যবসাটি করতে প্রচুর পরিমাণ অর্থায়নের প্রয়োজন হয়। যদিও মোবাইল বিক্রয় ব্যবসাটি খুবই ভাল একটি ব্যাবসা। তবে ছাত্র-ছাত্রী ও অন্যান্য স্বল্প পুঁজিতে ব্যবসায়ীদের জন্য মোবাইল রিপেয়ারিং এর ব্যবসা ভালো হবে বলে আমি মনে করি, তাই এই Small Business Ideas In Bangladesh লিস্টে স্থান দেয়া হয়েছে।

বাংলাদেশি বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে কয়েক মাসের প্রশিক্ষণ নিয়ে আপনি মোবাইল রিপেয়ারিং সার্ভিস ব্যবসা শুরু করতে পারেন।

মোবাইল মেরামত ব্যবসার জন্য আপনি শহর গ্রামগঞ্জ বন্দর যেকোন স্থান নির্ধারণ করতে পারেনি জন্য বিশেষ কোন স্থান নির্ধারণ এর প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ

হ্যাশট্যাগ কিভাবে কাউন্ট হয়?

রাজনীতি কিভাবে করতে হয়?

FAQS – Small business ideas in Bangladesh

Best Small Business Ideas In Bangladesh?

Best Small Business Ideas In Bangladesh is Fast Food Shop Business.

উপসংহার,

আশা করি Top 10 Small Business Ideas In Bangladesh সম্পর্কে জানতে পেরেছেন। বাংলাদেশ চাকরির বাজার অত্যন্ত খারাপ হওয়ায় আপনাকে পড়ালেখা করা অবস্থায় কোনো না কোনো ব্যবসা সম্পর্কে জানা এবং তা শুরু করা উচিত বলে আমি মনে করি।

কেননা বাজার ঝুঁকি এবং সামরিক পরিস্থিতি বিবেচনায় আপনাকে নিজের পায়ে দাঁড়াতে কঠোর সংগ্রাম করতে হবে এদেশে।

যে কোন ব্যবসা শুরুর পূর্বে আপনাকে ওই ব্যবসা সম্পর্কে কিছুদিন রিসার্চ করা প্রয়োজন। এবং যত দ্রুত আপনি ঐ ব্যবসার শক্তি এবং দুর্বলতা গুলি আপনি খুঁজে বের করতে পারবেন, আপনার জন্য ব্যবসায় সফলতা পাওয়া সম্ভাবনা ততই বেশি।

প্রিয় পাঠক Small Business Ideas In Bangladesh 2022 সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আপনার করা একটি মন্তব্য আমাদের পোস্টটিকে আরো বেশি ডিজিটাল বান্ধব করতে সাহায্য করবে।

ইন্টারনেট থেকে নিয়মিত নিত্য নতুন তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

উপায় মোবাইল ব্যাংকিং কোড কত? 

রকেট হেল্পলাইন নাম্বার কত?

বিকাশ অ্যাপ খোলার নিয়ম কি? 

জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো?

ইউটিউব থেকে কত আয় করা যায়?

Leave a Comment