Business Meaning In Bengali – ব্যবসা মানে কি?
ভোক্তাদের জন্য পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য ব্যবসা শুরু হয়। ব্যবসাকে কোম্পানি, ফার্ম বা এন্টারপ্রাইজও বলা হয়। কোন পণ্যের পাইকারি ও খুচরো বিক্রেতাকে ব্যবসায়ী মনে করা হয়, এমন ধারণা রয়েছে আমাদের দেশের মানুষের মধ্যে। মনে রাখবেন ব্যবসা একটি বিশাল ক্ষেত্র যার সাথে বাণিজ্য, উৎপাদন, পরিবহন এবং গুণমানের কাজ গুলি অন্তর্ভুক্ত থাকে।মন মানসিকতা ভালো রাখার উপায় কি?তাই বলা যায় ব্যবসা হচ্ছে পণ্য ও পরিষেবার ক্রমাগত উৎপাদন এবং ভোক্তাদের কাছে তাদের সরবরাহের একটি অর্থনৈতিক প্রক্রিয়া। আরও সহজ করে বললে বলা যায় ব্যবসার উদ্দেশ্য হল পণ্য উৎপাদন করে ও সেবা দেয়ার মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার পাশাপাশি মুনাফা অর্জন করাই একজন ব্যবসায়ীর উদ্দেশ্য। Business Meaning In Bengali সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে নিচের প্রদত্ত ব্যাখ্যাটি আরো ভালোভাবে পড়তে হবে আপনাকে। ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য উৎপাদন এবং পরিষেবা গুলি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক গুলি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় একজন ব্যবসায়ীকে। প্রথমত ব্যবসার উদ্দেশ্যে কোন ক্ষেত্র বা কোম্পানির গঠন >> পরিবহনের ব্যবস্থা করা >>> পাইকারী বিক্রেতা পর্যন্ত পণ্য পৌঁছানো>>> পরবর্তী ধাপে রয়েছে খুচরা বিক্রেতা >> গ্রাহক।
Definition of Business In Bengali – ব্যবসার সংজ্ঞা বাংলায়
ব্যবসার মানে (Business Meaning In Bengali ) বা সংজ্ঞা হচ্ছে পণ্য ও পরিষেবার ক্রমাগত উৎপাদন, যোগান এবং চাহিদা অনুসারে ভোক্তাদের কাছে তাদের সরবরাহের একটি অর্থনৈতিক প্রক্রিয়া। তাই যে ব্যবসাই পণ্যের জোগান সঠিক রাখতে পারবে এবং ভোক্তা পর্যায়ে সঠিক দামে পণ্য সরবরাহ করতে পারবে তার ব্যবসার প্রবৃদ্ধি অর্জন করা তত সহজ হবে। ব্যবসা (business) মানে হচ্ছে এমন একটি সংস্থা যা পণ্য (মাল) পরিষেবা প্রদানের জন্য কিছু ফি নেয়। কেননা ব্যবসার মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন করা। ব্যবসা হল পণ্য বা পরিষেবাগুলির উৎপাদন, ক্রয় এবং বিক্রয় সম্পর্কিত কাজ। একটি ব্যবসা এমন একটি সংস্থা যা পণ্য উৎপাদন এবং বিক্রয় করে বা একটি পরিষেবা সরবরাহ করে থাকে তার গ্রাহকদের জন্য। Business Meaning In Bengali জানলে আপনি বাণিজ্য শব্দের মানে সম্পর্কেও জানা জরুরী। তবে বাণিজ্য মানে হচ্ছে ক্রয়-বিক্রয়। অর্থাৎ এক ব্যক্তি বা সত্তা বা কোন কোম্পানি থেকে অন্য ব্যক্তি বা সত্তার কাছে পণ্যের মালিকানা হস্তান্তরকে বাণিজ্য বলে। এই সকল ক্ষেত্রে লেনদেন সম্পন্ন হয়ে থাকে সেবা বা মুদ্রার বিনিময়ে মালিকানা হস্তান্তর করার মাধ্যমে।ব্যবসা কত প্রকার
আপনি যদি একটু লক্ষ্য করেন তবে দেখতে পাবেন আমাদের চারপাশের লোকজন সবাই কোন না কোন কাজে ব্যস্ত। কৃষি কাজের জন্য ক্ষেতে খামারে বাজারে কাজ করে, ডাক্তার রোগী দেখার জন্য চেম্বারে বসে, শিক্ষক শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে কাজ করে অন্যান্য কর্মজীবীরা নিজ নিজ অবস্থানে কর্মস্থান থেকে কাজ করে থাকে। লোকেদের এইভিন্ন ভিন্ন কর্মে অংশগ্রহণ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা, যাতে তাদের পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে।ইউটিউব থেকে কত আয় করা যায়?কিছু কিছু লোক তাদের জীবনে এত পরিমান কাজ করে নিজেদের দেশের ও বিশ্বের ধনী ব্যক্তিদের ক্যাটাগরিতে নিয়ে যায়, আবার এমন অনেকেই রয়েছে যারা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে সক্ষম এমন কাজ করে থাকে।
মানুষ মূলত দুই ধরনের কাজে নিয়োজিত
একটি হচ্ছে অর্থনৈতিক কাজ এবং অন্যটি হচ্ছে অ-অর্থনৈতিক কাজ। আপনাকে Business Meaning In Bengali পোস্টে আমরা উভয় প্রকার কাজ সম্পর্কে বলবো।1# অ-অর্থনৈতিক কাজ কি?
যে সকল কাজের উদ্দেশ্য অর্থ উপার্জন নয় বরং সন্তুষ্টি লাভের আশায় বা সেবা করার উদ্দেশ্যে করা হয় ঐ সকল কাজকে অ-অর্থনৈতিক কাজ বলা হয়। এ সকল কাজের মধ্যে রয়েছে সামাজিক দায়িত্ব পালন, স্বাস্থ্য সুবিধা, সামাজিক মূল্যবোধের ও পরিবেশ, পরিকল্পনার উপর কাজ করা। মূলত এই কাজগুলো জনকল্যাণমূলক হয়ে থাকে যা সমাজের এবং দেশের উপকারে আসে। এই ধরনের কাজ গুলো তে কোন ধরনের অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় না জেনেও অনেকেই নিজেদের এই সমস্ত কাজে অন্তর্ভুক্ত করেন। তবে একজন মানুষ হিসেবে মৃত্যুর পরও পৃথিবীতে বেঁচে থাকতে হলে অর্থের প্রতি নজর না দিয়ে সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করার প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনি জীবনে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কাজ করেন তবে অ-অর্থনৈতিক কাজগুলো আপনার জন্য নয়। তবে বাংলাদেশের সমাজে অ-অর্থনৈতিক কাজ থেকেও লোকেদের সুবিধা আদায়ের ব্যাপক উদাহরণ রয়েছে।জমি না কিনে কিভাবে বাড়ি বানাবো?তাই বাংলাদেশ প্রেক্ষাপটে এই অ-অর্থনৈতিক বললে অনেকেই আপত্তি করতে পারেন, তবে আন্তর্জাতিক মানের দেশগুলিতে উল্লেখিত কাজগুলো অ-অর্থনৈতিক কাজ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যারা Business Meaning In Bengali পোস্ট পড়ছেন তাদের হোম ওয়রক হচ্ছে অ-অর্থনৈতিক কাগুলি সম্পর্কে ভালভাবে জানা।
অর্থনৈতিক কাজ কি?
অর্থনৈতিক মুনাফা (টাকা) উপার্জনের লক্ষ্যে যে কাজ করা হয়, ঐসকল কাজগুলোকে অর্থনৈতিক কাজ বলা হয়। এতে কাজের মূল উদ্দেশ্য হচ্ছে কাজ অথবা সেবা প্রদানের মাধ্যমে টাকা আয় করা।- শিক্ষকেরা টাকা উপার্জনের জন্য পাঠদানের কাজ করে থাকে।
- কৃষক তার ফালানো ফসল বিক্রি করে অর্থ উপার্জনের জন্য কৃষি কাজ করে থাকে।
- সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা বেতনের জন্য অফিস বা কারখানায় নিজ নিজ কর্মস্থলে কাজ করে থাকে।
অর্থনৈতিক কাজ কত প্রকার?
অর্থনৈতিক কাজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। মূলত Business Meaning In Bengali পোস্টে আপনাদের অর্থনৈতিক কাজ সম্পর্কে জানতে হবে। যে গুলি হচ্ছে চাকরি, সেবা প্রদান ও ব্যবসা। এটির মুলে হচ্ছে একটি ব্যবসা সম্বোধন। যেখানে একজন ব্যক্তি সময় অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের বিনিময়ে মজুরি ও বেতন পেয়ে থাকে। সরকারি কর্মচারী, কোম্পানির নির্বাহী, ব্যাংকের কর্মচারী, কারখানার কর্মী ইত্যাদিকে চাকরিতে নিয়োজিত বলে মনে করা হয়। চাকরিতে প্রাপ্ত বেতন নির্ভর করে ব্যক্তির কর্মঘণ্টা এবং কাজের দক্ষতার উপর। তবে এসব উৎসগুলো থেকে সবচেয়ে নিম্ন উৎস হচ্ছে ব্যবসা যেখানে ব্যবসায়ী নিজে তার কর্মঘন্টা কখনো হিসেব করেন না তার ব্যবসা প্রসারের লক্ষ্যে।ব্যবসার উদ্দেশ্য ও লক্ষ্য কি হওয়া উচিত
ব্যবসা সম্পর্কে বা Business Meaning In Bengali ভাষায় জানার পর আপনাকে অবশ্যই ব্যবসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করতে হবে। লক্ষ্য-উদ্দেশ্য স্থির থাকলে তবেই আপনি আপনার ব্যবসাকে সঠিক গন্তব্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন এটা ঠিক, তবে এক্ষেত্রে কিছু মূলনীতি রয়েছে যেগুলোকে আপনার অনুসরণ করা প্রয়োজনীয়। ব্যবসায় যা করা হচ্ছে তা ছোট বা বড় হোক না কেন, এর উদ্দেশ্য শুধুমাত্র এবং শুধুমাত্র একটি মুনাফা অর্জন করা, যা হবে একজন ব্যবসায়ীর প্রাথমিক উদ্দেশ্য। বর্তমানে বাজারে এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলোতে খুব কম খরচে খুব ভালো অর্থ উপার্জন করা যায়। কিন্তু কিছু ব্যবসায়ী আছেন যারা টাকা বা অর্থ উপার্জন করেননি বরং তাদের কাছে থাকা মূলধন হারিয়েছেন। মনে রাখবেন একটি ব্যবসা লাভ ছাড়া কখনো চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই একটি কারণেই সকালে ব্যবসা করতে আগ্রহী হয়ে ও ব্যবসায় নিজেদের নাম লেখাতে সময় নেন। এবং তারা জানতে চান Business Meaning In Bengali সম্পর্কে বিস্তারিত। কেননা ব্যবসায় আয় অনিশ্চয়তা এবং ঝুঁকিপূর্ণ, তবে ব্যবসায় একমাত্র উপায় যে উপায়ে আপনি খুব সহজেই নিজেকে ধনীদের তালিকা নিয়ে আসতে পারেন। আরও পড়ুনঃহ্যাশট্যাগ কিভাবে কাউন্ট হয়?
Perkinil কি কাজে ব্যবহার হয়?
ব্যবসা কি?
ব্যবসা হচ্ছে ভোক্তাদের জন্য পণ্য উৎপাদন বা সেবা প্রদানের একটি পক্রিয়া, যা টাকা আয়ের জন্য করা হয়। ব্যবসাকে কোম্পানি, ফার্ম বা এন্টারপ্রাইজও বলা হয়।
উপসংহার,
আশা করি Business Meaning In Bengali সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ব্যবসা কি এর সম্পর্কে জানার পর আপনার ব্যবসা শুরুর পূর্বে অবশ্যই আপনার কাঙ্খিত পছন্দের ব্যবসা সম্পর্কে আপনাকে অনুসন্ধান চালিয়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আশানুরূপ তথ্য-উপাত্ত ব্যবসা সম্পর্কে সংগ্রহ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত ঐ ব্যবসায় ইনভেস্ট করা থেকে বিরত থাকুন। কেননা ব্যবসা সফল সফল লোক যেমন রয়েছে লোকসান দেয়া লোকের সংখ্যাও কম নয়। আশা করি আপনি এই ব্যবসার মানে সম্পর্কে বাংলা ভাষায় জানতে পেরেছেন। প্রিয় পাঠক Business Meaning In Bengali সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে আমাদের কমেন্ট করে জানান। ব্যবসা ও ইন্টারনেট থেকে নিত্য নতুন তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের বাংলা নিউজ পেপার বিডি ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। আরও পড়ুনঃকদর নামাজ কিভাবে পড়তে হয়? লাইলাতুল কদর নামাজের নিয়ম
Top 10 Small Business Ideas In Bangladesh | নতুন ব্যবসা আইডিয়া
উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?
রকেট হেল্পলাইন নাম্বার কত?
বিকাশ অ্যাপ খোলার নিয়ম কি?