মহাসাগর (Ocean) কি?
পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত বিশাল আকৃতির জলরাশিকে মহাসাগর বলে। যেমন – প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ইত্যাদি।সাগর (Sea) কি?
স্বল্প আয়তনবিশিষ্ট উন্মুক্ত জল রাশিকে সাগর বলে। এগুলো মহাসাগর অপেক্ষা অনেক ছোট। যেমন- আরব সাগর, দক্ষিণ চীন সাগর ইত্যাদি।উপসাগর (Bay or Gulf) কি?
তিনদিকে স্থল দ্বারা বেষ্টিত এবং একদিক উন্মুক্ত এমন জল রাশিকে উপসাগর বলে। যেমন- বঙ্গোপসাগর। আশা করি আপনি সাগর, উপসাগর ও মহাসাগরের মধ্যকার পার্থক্য বুঝতে পেরেছেন। পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে। এগুলো হলো-- প্রশান্ত মহাসাগর
- আটলান্টিক মহাসাগর
- ভারত মহাসাগর
- উত্তর আমেরিকা মহাসাগর ও
- দক্ষিণ আমেরিকা মহাসাগর।
ইনস্টাগ্রাম মানে কি?মহাসাগরের অধিকাংশ জায়গার গড় গভীরতা ৩,০০০ মিটার বা (৯,৮০০ বর্গফুট) হয়ে থাকে। মহাসাগরের জলের গড় লবণাক্ততা ৩.৫% এবং সমুদ্রের গড় লবণাক্ততা ৩%। মহাসাগরের গড় লবনাক্ততা সাধারন সাগরের তুলনায় একটু বেশি হয়ে থাকে। বৈজ্ঞানিদের হিসেবে মহাসাগরে প্রায় ২,৩০,০০০ প্রজাতির সামুদ্রিক ও জলজ প্রাণী রয়েছে। মহাসাগর মূলত একটি অবিচ্ছেদ্য ও পারস্পরিক সম্পর্কযুক্ত এবং মুক্ত জলরাশির আন্তঃসংযোগ। মহহাসাগর গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নামে পরিচিত ছিল। একসময় বর্তমানকালের মহাসাগর গুলো আন্তঃসংযোগকৃত লবণাক্ত জলরাশি অর্থাৎ ‘বৈশ্বিক মহাসাগর’ হিসেবে পরিচিত ছিল। মহাসাগর কয়টি ও কি কি বুজতে ও জানতে পেরেছেন বলে মনে করি।
- প্রশান্ত মহাসাগর আমেরিকাকে এশিয়া এবং অস্ত্রালিয়া থেকে পৃথক করেছে।
- আটলান্টিক মহাসাগর আমেরিকাকে আফ্রিকা থেকে বিভক্ত করেছে।
- ভারত মহাসাগর এটি দক্ষিন এশিয়াকে ঘিরে রেখেছে এবং আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে বিভক্ত করেছ।
- দক্ষিন আমেরিকা মহাসাগর বা এন্টার্কটিকা মহাসাগর এন্টার্কটিকা মহাদেশকে ঘিরে রেখেছে।
- উত্তর আমেরিকা মহাসাগর বা আর্কটিক মহাসাগর উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার একাংশকে ঘিরে রেখেছে।
কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়
মহাসাগর কয়টি ও কি কি?
পৃথিবীতে মহাসাগরের সংখ্যা মোট ৫ টি। উপরে ৫ টি মহাসাগরের নাম উল্লেখ করা হয়েছে।