ইউরো কাপ কি? ইউরো কাপের ইতিহাস

ওয়েব ডেভেলপমেন্ট কি? ওয়েব ডেভেলপমেন্ট ও ডেভেলপারের মধ্যে পার্থক্যইউরো কাপ টুর্নামেন্ট এর সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের নাম উৎক্ষেপণ করেছে স্পেন এবং জার্মানি। সর্বোচ্চ তিনবার করে ইউরো কাপ জিতেছে স্পেন এবং জার্মানি দল দুটি। টানা দুবার ইউরো কাপ জিতেছে এমন দলের খাতায় নাম লিখিয়েছে শুধুমাত্র স্পেন। স্পেন ২০০৮ এবং 2012 ইউরো কাপের চ্যাম্পিয়ন দল হয়েছিল। অন্যদিকে জার্মানি হচ্ছে একমাত্র দল যারা ইউরো কাপের মোট 14 আসরেই অংশগ্রহণ করেছে।
ইউরো কাপ চ্যাম্পিয়ন লিস্ট – ইউরো কাপ কে কতবার নিয়েছে?
প্রিয় পাঠকগণ চলুন দেখে নেয়া যাক ইউরো চ্যাম্পিয়ন লিস্টে কাদের নাম রয়েছে। ১৯৬০ সালে থেকে ইউরো কাপ শুরু হয়েছিল এবং সর্বপ্রথম ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এখন পর্যন্ত সর্বোচ্চ ফাইনাল খেলেছে জার্মানি। তারা মোট ছয়বার ফাইনাল খেলেছে। এবং তারা ছয়বারের ফাইনাল খেলে তিনবার কাপ জিতেছে। (১৯৯৬, ১৯৮০, ১৯৭২)। এবং বাকি তিনবার তারা ফাইনালে রানারআপ হিসেবে থেকেছে। জার্মানি ব্যতীত অন্য কোন দল এতো বার ফাইনাল খেলতে পারেনি। আপনি স্পেনকে সবচেয়ে সফল দল বলতে পারেন ইউরো কাপে। কারণ স্পেন মোট চারবার ইউরো কাপ ফাইনাল খেলা তার মধ্যে 3 বারের চ্যাম্পিয়ন তারা (১৯৬৪, ২০০৮, ২০১২)। এরপরে রয়েছে ফ্রান্স যারা ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার (১৯৮৪, ২০০০)। ফ্রান্সের সমপরিমাণ ইতালিও দুইবার ইউরো কাপ জিতেছে(১৯৬৮, ২০২০)। এছাড়াও অন্য যে সকল দলগুলো রয়েছে তারা সকলে একবার করে ইউরো কাপ জিতেছে। চেকোস্লোভাকিয়া (১৯৭৬), ডেনমার্ক (১৯৯২), পর্তুগাল (২০১৬), গ্রীস (২০০৪), নেদারল্যান্ড (১৯৮৮), সোভিয়েত ইউনিয়ন (১৯৬০)।ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম?ইউরো কাপ কে কতবার জিতেছে বা ইউরো কাপ কে কতবার নিয়েছে তার তালিকা তুলে ধরা হল-
দল | শিরোপা | ফাইনাল | অংশগ্রহণ |
জার্মানি | ৩ | ৬ | ১৪ |
স্পেন | ৩ | ৪ | ১১ |
ফ্রান্স | ২ | ২ | ১০ |
ইতালি | ২ | ২ | ১০ |
চেকোস্লোভাকিয়া | ১ | ২ | ৩ |
পর্তুগাল | ১ | ২ | ৮ |
ডেনমার্ক | ১ | ১ | ৯ |
গ্রীস | ১ | ১ | ৪ |
নেদারল্যান্ড | ১ | ১ | ১০ |
সোভিয়েত ইউনিয়ন | ১ | ১ | ৫ |
ইউরো কাপে সফল প্লেয়ার কারা
প্রিয় পাঠকগণ আপনারা এতক্ষণ ইউরো কাপের চ্যাম্পিয়ন দল সম্পর্কে জেনেছেন। আপনি জানেন কি ইউরোপের সবচেয়ে সফল প্লেয়ার কে? এখানে কয়েক জন প্লেয়ারের নামই আসবে তাদের মধ্যে আপনাদের প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে। ইউরো কাপে সর্বোচ্চ গোল স্কোরার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো কাপের পাঁচটি আসরে খেলেছেন। সেখানে তিনি সর্বোচ্চ 14 টি গোল করেছেন।সংবাদ প্রতিবেদন লেখার নিয়মদ্বিতীয় সর্বোচ্চ তালিকায় রয়েছেন ফ্রান্সের মিশেল প্লাতিনি। মিশেল প্লাতিনি গোল করেছেন মোট নয়টি। তবে আপনারা জানলে অবাক হবেন যে, ফ্রান্সের এই তারকা ফুটবলার মাত্র একটি আসরে খেলে এই 9 টি গোল করেছেন। ইউরো কাপ ১৯৮৪ সালে প্লাটিন মাত্র পাঁচটি ম্যাচ খেলে 9 টি গোল করেছিলেন। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো 14 টি গোল করতে ম্যাচ খেলেছেন 25 টি। এক্ষেত্রে বিবেচনা করলে ইউরো কাপের সবচেয়ে সফল প্লেয়ার হিসেবে মিশেল প্লাতিনি কে বলা যায়।
ইউরো কাপ কে কতবার নিয়েছে?
প্রিয় পাঠক ইউরো কাপে সবথেকে বেশিবার চেম্পিয়ান হয়েছে জার্মানি ও স্পেন। উভয় টিম ৩ বার করে ইউরো কাপ চেম্পিয়ান হয়েছে।
ইউরো কাপে বেশি গোল করা ফুটবলার কে?
ইউরো কাপে বেশি গোল করা ফুটবলার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো মোট ১৪ টি গোল করেছেন ইউরো কাপে।
কত সালে ইউরো কাপ শুরু হয়?
১৯৬০ সালে প্রথম ইউরো কাপ আসর অনুষ্ঠিত হয়।
ইউরো কাপ কি?
ইউরো কাপ হচ্ছে ইউরোপীয় দেশগুলো নিয়ে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্ট।
কে সর্বপ্রথম ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল?
সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া সর্বপ্রথম ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল।